ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার, তার ছেলে মাহিন ও শিশু মহিন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুরপুর ইউনিয়নের চরছয়ানি গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসন্তান নিয়ে একটি পাকাভবনে থাকতেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচারিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় পাশের বাড়ি থেকে জেকি আক্তারের জায়ের কাছ থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে বিল্ডিংয়ের দরজা বন্ধ দেখতে পায়।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে রুমের মেঝেতে মা ও বড় ছেলে এবং পাশের বাথরুমে ছোট ছেলে মহিনের লাশ পায়। এ সময় সাত মাস বয়সি কন্যাসন্তান ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব পরিচিতরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। কারণ বাড়ির কোনো মালামাল খোয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post