সোমবার ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াহর সঙ্গে ফোনালাপে একথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার। হামাস নেতার সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ এবং রাফা সীমান্তে মানবিক করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি ইসরাইলকে দখলদারিত্বের রাজনীতি ত্যাগ করে হামাসের সঙ্গে চলমান এ সংঘাতের শান্তিপূর্ণ অবাসনের আহ্বানও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
তিনি আরও লিখেন, ‘ইসরাইল-হামাস সংঘাতে উভয় দেশের নাগরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া অত্যন্ত জরুরি। এ কারণেই আমরা গাজায় মানবিক সহায়তার জন্য খাদ্য ও ওষুধ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছি।’
চলমান এই সংঘাতে সৌদি আরব, তুরস্ক, কানাডা, ইরান ও সুদানসহ বেশকিছু দেশ গাজাকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে, ইসরাইলকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা।
গত সপ্তাহের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলার পরপরই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একই দিনে হামাস ‘আল-আকসা স্টর্ম’ নামে একটি অভিযান ঘোষণা করে।
ইসরাইল-হামাস চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৮শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১০ হাজার ৮৫৯ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলের ১৪শ লোক নিহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post