বিয়ের ১৩ দিন পর ওমানে গিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মেহেদী হাসান। মেহেদীর রং না শুকাতেই প্রাণ গেছে তার। ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হয়েছেন তিনি।
তিনি ব্রাহ্মণপাড়ার নাইঘর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। মেহেদী ওমানে কনস্ট্রাকশনের কাজ করতেন। বিয়ের ১৩ দিনের মাথায় ১৩ অক্টোবর ওমানে যান মেহেদী।
সোমবার খবর আসে ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মেহেদী গুরুতর আহত হয়েছেন। পরে খবর আসে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। চাচা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post