ইসরাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী শালোমা কারহি। সংবাদমাধ্যমটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সহায়তা করছে এমন অভিযোগ করেন তিনি।
রোববার ইসরাইলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান শালোমা কারহি।
তিনি বলেন, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকেই হামাসঘেঁষা সংবাদ পরিবেশন করে আসছে আল জাজিরা নিউজ। এরই মধ্যে এ সংবাদমাধ্যমটির ইসরাইলের কার্যালয় বন্ধ করে দেয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।
শালোমা কারহি বলেন, বর্তমানে ইসরাইলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা প্রস্তাবটি যাচাই করে দেখছেন। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে। তথ্যমন্ত্রী বলেন, ‘এ নিউজ স্টেশনটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরাইলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আল জাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।’
তিনি আরও বলেন, ‘নিজেদের স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে — এটা অগ্রহণযোগ্য। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’
এর আগে, ২০২১ সালের মে মাসে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরাইলের সামরিক বাহিনী। সেবার বোমা নিক্ষেপ করে গাজায় আল জাজিরার ব্যুরো কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছিল।
https://www.youtube.com/watch?v=sQkcAn81ibA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post