মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে ও সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন– আবু নাছের ও মিজানুর রহমান জামাল হাওলাদার।
এর মধ্যে আবু নাছের সৌদি আরবের আল বাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১১ অক্টোবর) সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আবু নাছের। পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌদি আরবের আল বাদে কৃষি কাজ করতেন নাছের। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অন্যদিকে, মক্কায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান জামাল হাওলাদার নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।
জানা গেছে, বুধবার (১১ অক্টোবর) সকালে কাজে যাওয়া সময় রাস্তা পার হচ্ছিলেন মিজানুর রহমান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মক্কা প্রবাসী মিজানুর রহমানের বাড়ি বরগুনা জেলার বামরা উপজেলার গোলাঘাটা খরাযতলী গ্রামে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post