ওমানে কাজে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. কামরুল হাসান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার (১১ অক্টোবর) ওমানের ইবরি নগরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ হাজী বাড়ির মো. সিকান্দার মিয়ার ছেলে।
কামরুল হাসানের বড় ভাই ওমান প্রবাসী দিদার বিন সিকান্দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার মেজো ভাই বাইসাইকেলে করে কাজে যাওয়ার সময় পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে রেখেছে।
কামরুল হাসানের বাবা সিকান্দার মিয়া গণমাধ্যমকে বলেন, আমার তিন ছেলে এক মেয়ে। তিন ছেলে একসঙ্গে ওমানে থাকে। ওমানে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কামরুলের মৃত্যু হয়। সে ১৫ দিন আগে দেশ থেকে গেছে। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ৫ বছর আগে ওমান পাড়ি দেন কামরুল হাসান। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবরে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post