আটক ইসরায়েলিদের মুক্তির জন্য ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাসের সঙ্গে আলোচনা শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের এক সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই সূত্র জানায়, আটক ইসরায়েলিদের মুক্তির জন্য আলোচনা চলছে। গত শনিবার আকস্মিক হামলা চালিয়ে শতাধিক ইসরায়েলিকে আটক করে নিয়ে যায় হামাস।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে এরদোয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউনের সঙ্গে কথা বলেছেন। এসময় এরদোয়ান বলেন, আমাদের সক্ষমতার মধ্যে যা আছে আমরা তা করতে প্রস্তুত। আমরা দ্রুত এ সংঘাত বন্ধ চাই।
গত পাঁচ দিন ধরে চলা হামাস-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলে ১২শ এবং গাজায় ২৬০ শিশুসহ ১১শর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ছাড়িয়েছে ৯ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post