সৌদি ভিসা প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে মঙ্গলবার থেকে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া ভিসা দেওয়ার লক্ষ্যে ১১ অক্টোবর চট্টগ্রামে একটি অতিরিক্ত ভিসা কেন্দ্র খোলা হয়েছে।
সৌদি ভিসা প্রক্রিয়া সংস্থা তাশির সেন্টার জানিয়েছে, ঢাকার সৌদি দূতাবাস গত ১ অক্টোবর থেকে বাংলাদেশের ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক করেছে। সে অনুযায়ী তাশির ভিসা পরিষেবা কেন্দ্রগুলো ভিসা চাহিদা মেটানোর পদক্ষেপ নেয়।
এবারই প্রথম এক সপ্তাহের মধ্যেই ভিসা কেন্দ্র দীর্ঘ সময়ের জন্য খোলা ছিল। আর এ সময়ের মধ্যে প্রায় ১২ হাজারেরও বেশি বায়োমেট্রিক অ্যান্ট্রি করা হয়। এছাড়া কেন্দ্র চালু ছিল শুক্র ও শনিবারসহ প্রতিদিনই। ভিসা আবেদনকারীদের হয়রানি কমাতে যমুনা ফিউচার পার্কে একটি অতিরিক্ত ওয়েটিং লবিও নেওয়া হয়েছে।
এদিকে সৌদি ভিসার জন্য মঙ্গলবার থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করা হয়েছে। তাশির সেন্টারে ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য vc.tasheer.com/appointment লিঙ্কে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post