ওমানের সড়কপথ যেন বাংলাদেশিদের জন্য মৃত্যুফাঁদ হয়ে উঠছে। গত এক সপ্তাহে অন্তত ৩ জন বাংলাদেশি দেশটির বিভিন্ন সড়কে প্রাণ বিসর্জন দিয়েছেন। সবশেষ বুধবার ইবরিতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সকাল ৭ টায় সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে মোটরযানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সামসুল আলম কামরুল নোয়াখালীর সুবর্ণচরের সেকান্তর মিয়ার মেঝ ছেলে।
জানা যায়, নিহতের বাবাও একজন ওমান প্রবাসী ছিলেন। পরে ৩ সন্তানের সবাইকেই ওমান নিয়ে আসেন তিনি। ধীরে ধীরে সেখানে তাদের পারিবারিক ব্যবসাও গড়ে ওঠে। দুর্ঘটনার মাত্র ২১ দিন আগে তিনি বাংলাদেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন।
দুর্ঘটনার মুহুর্ত আগে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে রওয়ানা করে কিছুদূর আসতেই আল মাজম দুবাই রোডে দুর্ঘটনার কবলে পড়েন। তার অপ্রত্যাশিত এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। নিহত কামরুলের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রুবেল নামে অপর এক প্রবাসী সড়ক পথে প্রাণ হারিয়েছেন। রুবেল চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিওনের আবদুর রউফ এর বড় ছেলে। চলতি সপ্তাহেই আরেক ওমান প্রবাসী মোহাম্মদ ফারুক একইভাবে সড়কে প্রাণ হারান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post