আরব আমিরাতে রেসিডেন্সি আইন এবং শ্রম আইন সম্পর্কে প্রবাসীদের সচেতন করতে নতুন ক্যাম্পেইন হাতে নিয়েছে দেশটির মানবসম্পদ ও নাগরিকত্ব মন্ত্রণালয়। তিন মাসব্যাপি এই কর্মসূচী ১০ অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, চলবে পরবর্তী ৩ মাস পর্যন্ত। মূলত অবৈধ অভিবাসন বন্ধে দেশটির নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মানবসম্পদ বিষয়ক উপ-সচিব খালিল আল খোরী জানান, বিভিন্ন খাতে আমিরাতের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে শ্রম বাজারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রবাসীদের প্রচলিত আইন এবং বিধিমালা সম্পর্কে জানানোর পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের প্রচলিত শাস্তি সম্পর্কেও সচেতন করা জরুরী।
কাস্টমস ও নাগরিকতা বিষয়ক সংস্থা ICP এর রেসিডেন্সি এবং প্রবাসী বিষয়ক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুলতান আল নৌয়ামী বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে পর্যটন ভিসা, ওয়ার্কিং ভিসা, অবৈধ বসবাস, এবং প্রবেশ ভিসার মেয়াদ শেষ হওয়া সম্পর্কিত তথ্যাদি প্রবাসীদের জানানো হবে।
এদিকে বড় হুমকির মুখে পড়েছে আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার। ভিসা জটিলতা কাল হয়ে এসেছে বাংলাদেশিদের জন্য। কেবল মাত্র উচ্চ শিক্ষার সার্টিফিকেট ধারীদের জন্যে ভিসা খোলা থাকায় সাধারণ শ্রমিকদের কপাল পুরেছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, দক্ষ শ্রমিক ভিসা ও ভিজিট ভিসার সুবিধা নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমিরাতে বাংলাদেশি কর্মী এসেছেন ৪২ হাজার ৬২৩ জন। এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৬০ ভাগ হ্রাস পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন ভিসা জটিলতার এই সমস্যা নিরসন না হলে আমিরাতের শ্রমবাজার হারাবে বাংলাদেশ।
আপনার মন্তব্য: