চট্টগ্রামের রাউজান উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে মো. এনাম নামে এক ওমান প্রবাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রবাসীর বাড়ি রাউজান উপজেলার পূর্বটিলা জানিপাথর এলাকায়। তার বাবার নাম জাবেদ আলী।
র্যাব জানায়, প্রেমের সম্পর্কের পর ভুক্তভোগী নুরজাহান মনির সঙ্গে ৪ বছর আগে এনামের বিয়ে হয়। তাদের সংসারে ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে প্রবাসী এনাম তার স্ত্রীকে নির্যাতন করতেন। দ্বিতীয় বিয়েতে রাজি হওয়ার জন্য স্ত্রীকে তিনি চাপ দিতে থাকেন। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। এরই মধ্যে ২ বছর আগে এনাম ওমান চলে যায়। সেখানে গিয়ে তিনি স্ত্রী-সন্তানের কোনো খবরাখবর নিতেন না। একারণে স্ত্রী বাবার বাড়িতে চলে যায়।
গত ১৭ সেপ্টেম্বর ওমান থেকে দেশে ফেরেন এনাম। পরদিন মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি চলে আসেন ভুক্তভোগী নুরজাহান। গত ১ অক্টোবর পারিবারিক কলহের জেরে এনাম তার স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে এনামকে একমাত্র আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এনাম জানিয়েছেন, ওমানে তার সঙ্গে ১০-১৫ জন অবিবাহিত মেয়ের সম্পর্ক ছিল। দেশে ফিরে তিনি দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীকে চাপ দিতেন। কিন্তু রাজি না হওয়ায় একপর্যায়ে তাকে হত্যা করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post