বাংলাদেশে ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ। চলতি মাসের শেষ দিকে ঢাকা থেকে আর ফ্লাইট পরিচালনা করবে না এয়ারলাইনটি। তবে এখনো ফ্লাইট বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উড়োজাহাজ সংস্থাটি।
ইতিহাদ এয়ারওয়েজ সূত্র জানায়, বাংলাদেশে ডলার সংকটে টিকিট বিক্রির টাকা নিতে না পারা ও যাত্রী সংকটে এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ২৯ অক্টোবর থেকে ফ্লাইট বন্ধ করবে ইতিহাদ। ফ্লাইট স্থগিতের বিষয়টি জানিয়ে বাংলাদেশের ট্রাভেল এজেন্টগুলোকে চিঠিও দেওয়া হয়েছে। তবে চিঠিতে ফ্লাইট বন্ধের কোনো কারণ উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।
ওই চিঠিতে ইতিহাদ জানিয়েছে, যারা এরই মধ্যে ইতিহাদের টিকিট কেটে ফেলেছেন তাদের টিকিটের টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি কাটা হবে না। কেউ যদি রিটার্ন টিকিট কেটে ওয়ানওয়ে ব্যবহার করে থাকেন, তাহলে তার ফিরতি ফ্লাইটের টাকা ফেরত দেওয়া হবে।
ইতিহাদ এয়ারওয়েজ ঢাকা থেকে আবুধাবি রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করছে। তাদের সর্বশেষ ফ্লাইট ঢাকা ছাড়বে ২৮ অক্টোবর।
বর্তমানে ইতিহাদ ছাড়াও ঢাকা থেকে আবুধাবি রুটে দুইটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সগুলো হলো-এয়ার এরাবিয়া আবুধাবি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আপনার মন্তব্য: