উন্মোচিত হলো বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের জার্সি। বুধবার মাসকাটের একটি স্বনামধন্য হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটির জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। ওমানের সিনিয়র E ডিভিশন ক্রিকেট লীগের ২০২৩-২৪ পর্বের আয়োজনে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব। ৬ অক্টোবর প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারতীয় ব্লু ক্যাপস মাস্কাটের বিপক্ষে মাঠে নামছে তারা।
আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের টাইটেল স্পন্সর লুলু এক্সচেঞ্জের মার্কেটিং ম্যানেজার বিনোদ কুমার দেব। এছাড়া ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে লুলু একচেঞ্জের বাংলাদেশী মার্কেটিং হেড আহমাদুল্লাহ, ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াছিন চৌধুরী সিআইপি, সেক্রেটারি শেখ ফাহাদসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ক্লাবের খেলোয়ারদের উৎসাহ দেয়ার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন। বিশেষ অতিথি আহমাদুল্লাহ আশা প্রকাশ করে বলেন, শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট ক্লাবের প্লেয়াররা ওমানের জাতীয় দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ক্লাবের সেক্রেটারি শেখ ফাহাদ ওমানের প্রিমিয়ার ডিভিশনে এই ক্লাবের অংশ নেয়ার সম্ভাবনা দেখছেন।
সভাপতির বক্তব্যে আশরাফুর রহমান সিআইপি- স্পন্সরদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এবারের E ডিভিশন ক্রিকেটে ক্লাবের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়েরা ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশীদের স্বপ্নপূরনে দেশের পতাকাকে ওমানের মাটিতে নতুনভাবে উন্মোচিত করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post