প্রায় সাড়ে তিনমাস আগে ওমান থেকে ছুটিতে নিজ দেশে এসেছিলেন মোহাম্মদ একরাম নামে ৩৭ বছর বয়সী এক প্রবাসী। তবে ছুটি কাটিয়ে ওমানের কর্মস্থলে ফিরে যাবার মাত্র ২ দিন আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
সোমবার সন্ধ্যার দিকে পাইন্দং পেলাগাজীর দিঘী এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান দুর্ঘটনার খবর নিশ্চিত করে প্রবাস টাইমকে জানান, একরামের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছালে জহুরের ছেলে প্রবাসী একরাম ২ সন্তানের বাবা। সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে চমেক হাসপাতালে পৌঁছানোর আগেই যাত্রাপথে একরামের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ৪ অক্টোবর ছুটি শেষে একরামের ওমানে ফিরে যাওয়ার কথা। এজন্য ফ্লাইটের টিকেটও বুকিং দেয়া ছিল। তবে একটি দুর্ঘটনায় এখন সব ধরণের পরিকল্পনার উর্ধ্বে চলে গেলেন তিনি।
একরামের পরিবার মূলত তার একক আয়ের উপর নির্ভরশীল ছিল। তবে এভাবে তার অকস্মাৎ চলে যাওয়াতে ছোট দুই সন্তানের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। সোমবার মধ্যরাতে জানাজা শেষে একরামকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post