ওমান ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় শীঘ্রই মাঠে গড়াচ্ছে দেশটির সিনিয়র E ডিভিশন ক্রিকেট লীগের ২০২৩-২৪ পর্বের খেলা। টি টোয়েন্টি ঘরানার এই আয়োজনে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান।
আগামী ৬ অক্টোবর প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারতীয় ব্লু ক্যাপস মাস্কাটের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শুক্রবার দুপুর দেড়টায় আল আমরাত সুলতান সেন্টারের নিকটবর্তী অ্যাস্ট্রো ট্রাফ গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছর প্রথমবারের মত এই প্রতিযোগিতার F ডিভিশনে অংশ নিয়ে তৃতীয় হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট ক্লাব। ফলে এই বছরের আয়োজনে তারা E ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে।
এবারের প্রতিযোগিতাতেও বড় স্বপ্ন নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। শিরোপায় চোখ রেখে প্রস্তুত হচ্ছে তারা। দলটির ক্রিকেটাররাও বেশ ঘাম ঝড়াচ্ছেন মাঠে।
তাদের এই স্বপ্ন জয়ের লড়াইয়ে তাই সঙ্গী হিসেবে প্রবাসী বাংলাদেশি ও সমর্থকদের সমর্থন প্রত্যাশা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post