ওমানের মাস্কাটে খননকালে উপর থেকে পাথর ধ্বসে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্সের পাবলিক অথরিটি (প্যাকডা) এই তথ্য নিশ্চিত করেছে। তবে মৃত্যু ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। শনিবার প্যাকডা অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানিয়েছে যে, “ওমানের বৌশার এলাকায় খননকালে শ্রমিকদের উপর পাথর ধ্বসের ফলে দু’জনের মৃত্যু হয়। মৃতদের উদ্ধার করতে প্রায় দশ ঘণ্টা অভিযান অব্যাহত ছিল।”
এদিকে আজথেকে পুনরায় ওমানে শুরু হয়েছে লকডাউন। এতে ওমানের প্রতিটি গভর্নরের প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউনের বিষয়ে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে গোটা ওমানে। আইন লঙ্ঘনে মোটা অংকের জরিমানার আইন রয়েছে। তবে ওমানের হামরিয়া ও দারসাইটে চেকপয়েন্ট পুনরায় চালু করার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন রয়্যাল ওমান পুলিশ আরওপি।
আরও পড়ুনঃ পরবর্তী ফ্লাইটে ওমান থেকে যারা দেশে ফিরবেন
শনিবার ওমানের জাতীয় গণমাধ্যম টাইমস অফ ওমানে দেওয়া এক সাক্ষাতকালে শীর্ষস্থানীয় এক আরওপি কর্মকর্তা বলেন, “নিয়ন্ত্রণ চেকপয়েন্টগুলি কেবলমাত্র প্রতিটি গভর্নরদের প্রবেশপথ এবং প্রস্থান স্থলে রাখা হবে, দারসাইট ও হামরিয়ায় চেকপয়েন্টগুলি পুনঃ স্থাপনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কী প্রচার করা হচ্ছে তার কোন সত্যতা নেই।” লকডাউন চলাকালীন সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post