ওমান প্রবাসীদের আউটপাস নিয়ে বড় সুখবর দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এখন থেকে সালালার প্রত্যাবর্তনে আগ্রহী প্রবাসীরা কোন জরিমানা ছাড়াই আউটপাস নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এবং সালালাহ লেবারকোর্টের যৌথ উদ্যোগে এই সুযোগ তৈরি হয়েছে। ১৮ সেপ্টেম্বর দুতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সালালাহ্ এলাকায় বসবাসরত প্রবাসীদের মধ্যে যারা স্বেচ্ছায় বাংলাদেশে প্রত্যাবর্তনে ইচ্ছুক তাদের ভিন্ন দুটি পদ্ধতি অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
তাদের মধ্যে যে প্রবাসীদের স্পনসর ব্লক করেছে তাদের স্বশরীরে লেবারকোর্টে যোগাযোগ করতে হবে। পরবর্তীতে, লেবারকোর্ট বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয়পূর্বক তাদের দেশে প্রত্যাবর্তনের সকল কার্যক্রম সম্পন্ন করবে। আর যাদের স্পনসর ব্লক করেনি, তারা সনদ অফিসের মাধ্যমে লেবার কোর্টে একটি অভিযোগ দাখিল করবেন। পরবর্তীতে, লেবারকোর্ট অভিযোগটি নিষ্পত্তি করে দূতাবাসের সাথে সমন্বয় করে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবে। এই পদ্ধতিতে কোনরূপ জরিমানা ছাড়াই প্রবাসীরা দেশে ফিরতে পারবেন।
এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে যে কোন পরামর্শের জন্য বিজ্ঞপ্তিতে দেয়া নম্বরে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post