মরুকরণ মোকাবেলা এবং টেকসই পরিবেশের প্রচারে কাতারে শুরু হচ্ছে ছয় মাসব্যাপী আন্তর্জাতিক উদ্যান প্রদর্শনী এক্সপো ২০২৩। আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই এক্সপোতে বিশ্বের মোট ৮০টি দেশের সাথে বাংলাদেশও প্রতিনিধিত্ব করবে। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি আয়োজক দেশ কাতারের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষি দক্ষতা প্রদর্শনের যথেষ্ট সুযোগ তৈরি করবে।
এই বছর কাতার এক্সপো একটি উল্লেখযোগ্য মেগা ইভেন্ট হতে চলেছে। কাতারের রাজধানী দোহার প্রাণকেন্দ্র কর্নিশ তীরঘেষা আল বিদ্দা পার্কে এক্সপো ২০২৩ দোহা অনুষ্ঠিত হবে। ছয় মাসব্যাপী এক্সপোটি শেষ হবে আগামী বছরের মার্চ মাসে।
এক্সপোকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক এলাকা, ফ্যামিলি এলাকা এবং সাংস্কৃতিক এলাকা। এছাড়াও পরিবেশ কেন্দ্র এবং জীববৈচিত্র্য যাদুঘরের জন্য একটি স্থান থাকবে। এতে পাঁচ হাজার লোক একসঙ্গে জড়ো হয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে পারবেন। থাকবে পরিবার এবং শিশুদের জন্য মজার শো। কাতার এয়ারওয়েজ হয়ে যেসকল যাত্রী হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ট্রানজিট নিবেন তারাও এই এক্সপো ভিজিট করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post