বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করায় ধর্ম অবমাননার অভিযোগে ইন্দোনেশিয়ার টিকটকার লিনা মুখার্জিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করার পর গত মার্চ মাসে লিনার বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হয় লিনার বিরুদ্ধে। গত মঙ্গলবার দক্ষিণ সুমাত্রার পালেমবাংয়ের একটি আদালত ৩৩ বছর বয়সী লিনা মুখার্জিকে ধর্ম অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁকে ১৬ হাজার ২৪৫ ডলার জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্ত লিনা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন কে বলেন, ‘জানি আমি ভুল করেছি, কিন্তু এমন শাস্তি পাব তা ভাবতেও পারিনি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, লিনা মুখার্জির আসল নাম লিনা লুৎফিয়াওয়াতি। বলিউড সিনেমার প্রতি ভালোবাসার কারণে নাম পরিবর্তন করেন লিনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post