বিয়ের জন্য মানুষ কত কী না করে। অথচ সেই বিয়ে ভেঙে গেল মুহূর্তেই। সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্বল্প সময় স্থায়ী বিয়ের রেকর্ড হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটাই হয়তো বিশ্বের সবচেয়ে স্বল্প সময়ের বিয়ে। এ বিয়েটি মাত্র তিন মিনিট স্থায়ী হয়েছিল। একটি কথার জেরে বিয়েটি ভেঙে যায়। সংবাদমাধ্যম জানিয়েছে, কুয়েতের একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানে স্বামী মঞ্চে উঠতে গিয়ে পড়ে যান। এ নিয়ে স্ত্রী মজা করে স্বামীকে স্টুপিড বলেন। এতে স্বামী চটে গিয়ে ডিভোর্স দেন স্ত্রীকে।
বিয়ের পরপরই কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার আগেই ডিভোর্স নেন তারা। কিউ ৮ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন বিচারপতির অধীনে তারা দু’জন বিয়ের কনট্রাক্টে স্বাক্ষর করেন। ঘটনাটি নিয়ে মডেল, লেখক এবং পডকাস্ট হোস্ট এমিলি রাতাজকোস্কি একটি চটকদার গল্প আকারে সামনে আনার পর বিষয়টি বেশ আলোচনায় এসেছে।
এই ঘটনা প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমবেদনা পেতে শুরু করেন ওই নারী। অনেকেই বলছেন, বিয়ে বাতিল করে দেয়ার এমন সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক কাজ করেছেন ওই নারী। টুইটারে একজন কমেন্ট করেছেন, যে পুরুষ প্রথমেই এমন আচরণ করলেন তাকে ছেড়ে যাওয়াই উত্তম। অন্য একজন মন্তব্য করেছেন, যে বিয়েতে কোন সম্মান নেই তা শুরু থেকেই ব্যর্থ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post