১৯৯১ সালে ঢাকার ১০২ গ্রিন রোডে ছোট কারখানা দিয়ে শুরু করা সেই প্রতিষ্ঠানটি আজকের দুলাল ব্রাদার্স লিমিটেড বা ডিবিএল গ্রুপ। আর সেই চার ভাই হলেন আবদুল ওয়াহেদ, এম এ জব্বার, এম এ রহিম ও এম এ কাদের। তাঁরা যথাক্রমে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ভাইস চেয়ারম্যান ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। পোশাক দিয়ে শুরু হলেও গত ২৯ বছরের ব্যবসায় সিরামিক টাইলস, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও ড্রেজিং ব্যবসায় নাম লিখিয়েছে ডিবিএল।
ডিবিএল গ্রুপের মূল ব্যবসা তৈরি পোশাক। এটি বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারকদের মধ্যে একটি, এবং এর গ্রাহকদের মধ্যে রয়েছে ওয়ালমার্ট, মার্কিন যুক্তরাষ্ট্র, জিওক্স, ইউরোপ এবং জাপানের মতো নেতৃস্থানীয় বৈশ্বিক ব্র্যান্ড। ডিবিএল গ্রুপের মোট কর্মচারীর সংখ্যা প্রায় ৩৬,০০০। ২০২৩ সালে গ্রুপের বার্ষিক বিক্রয় প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ছিল।
বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতাসহ নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। আগ্রহীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ডিবিএল গ্রুপ
বিভাগের নাম: প্রোডাকশন (স্ক্রিন প্রিন্টিং)
পদের নাম: সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল: গাজীপুর
আগ্রহীরা www.jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post