জুয়ায় হেরে লাখ টাকা দেনা পরিশোধে ব্যর্থ স্বামী। পরবর্তীতে বন্ধুর হাতে স্ত্রীকে (২৭) ‘ধর্ষণের জন্য’ তুলে দিলেন স্বামী। এ ঘটনায় স্বামী রাকিব হোসেন ও তার বন্ধু মো. অহিদের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রাম থেকে অহিদকে আটক করে পুলিশ। আটক অহিদ চরভূতা গ্রামের রেজাউল হকের ছেলে। রাকিবও একই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
ভুক্তভোগী নারী কমলনগর উপজেলার মধ্য চরমার্টিন গ্রামের মেয়ে। ২০১৫ সালের ২৭ আগস্ট রাকিবের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও ছেলে রয়েছে। বিয়ের পরে ওই নারী জানতে পারে রাকিব জুয়া ও মাদকের সঙ্গে জড়িত। জুয়া খেলায় হেরে গিয়ে বিভিন্ন সময় যৌতুকের জন্য তাকে চাপ দিত রাকিব।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাকিব জুয়া ও মাদকের সঙ্গে জড়িত। অহিদও একই প্রকৃতির লোক। জুয়া খেলায় হেরে গিয়ে রাকিব ১ লাখ টাকার দেনা হয় অহিদের কাছে। সেই টাকার জন্য অহিদ চাপ দিতে থাকে রাকিবকে। দেনা পরিশোধ করতে রাকিব তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেয়। একপর্যায়ে স্ত্রীকে মারধরও করেন তিনি। টাকা না দিলে অহিদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে বলে রাকিব স্ত্রীকে হুমকি দেয়।
এর জেরেই ৫ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে রাকিবের স্ত্রীর ঘরে প্রবেশ করে অহিদ। তখন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে রাকিব নিজেই পাহারা দেন। একপর্যায়ে অহিদ তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে অহিদ মারধরসহ অমানবিক নির্যাতন চালায় তার ওপর। পরে ভুক্তভোগী নারী তার স্বামী রাকিব ও অহিদের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ ঘটনা সংশ্লিষ্ট সবাইকে থানায় ডাকা হয়েছে। অহিদ, গৃহবধূর স্বামী রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত চলছে।
আপনার মন্তব্য: