ছুটিতে দেশে এসে আটকেপড়া আমিরাত প্রবাসীরা কর্মস্থলে পুনরায় ফিরতে শুরু করেছেন তাদের কর্মস্থলে। ইতিমধ্যেই ছুটিতে আসা প্রবাসীদের জন্য আগামী ১৪ ও ১৭ জুলাই দুইটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আবুধাবি ও দুবাইগামী যাত্রীদের ভ্রমণের ব্যাপারে সতর্ক বার্তা জানিয়েছে বিমান। শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যাত্রীদের অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দেওয়া নির্দিষ্ট পিসিআর নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে।
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও আবুধাবিগামী ফ্লাইটের যাত্রীদের অবশ্যই বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত পরীক্ষাগারের পিসিআর নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে। অবশ্যই প্রস্থানের ৯৬ ঘণ্টার মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই যাত্রীদের সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত তালিকাভুক্ত পরীক্ষাগার হতে পিসিআর সার্টিফিকেট নিতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।
এতে আরও বলা হয়, যে সব যাত্রীর পিসিআর নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তারা বাংলাদেশ হতে ১৭ জুলাই ও তার পরবর্তী সময়ে দুবাইগামী এবং ১৪ জুলাই ও তার পরবর্তী সময় থেকে আবুধাবিগামী ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত পরীক্ষাগারের লিস্ট বিমান ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ হতে দুবাই ও আবুধাবিগামী যাত্রীদের আবশ্যিক পালনীয় শর্তাবলী:
# সার্টিফিকেট অবশ্যই প্রস্থানের ৯৬ ঘণ্টার মধ্যে ইস্যু করতে হবে।
# বাংলাদেশের সকল যাত্রী অবশ্যই তালিকাভুক্ত সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত পরীক্ষাগার হতে পিসিআর সার্টিফিকেট নিতে হবে অন্যথায় সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না।
# যে সকল যাত্রীর সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত পরীক্ষাগারে পিসিআর নেগেটিভ সার্টিফিকেট থাকবে না তারা বাংলাদেশ হতে ১৭ জুলাই ও তারপর থেকে দুবাইগামী এবং ১৪ জুলাই তারপর থেকে আবুধাবিগামী ফ্লাইট-এ ভ্রমণ করতে পারবেন না।
আরও পড়ুনঃ দুবাইতে ৪ মাসেই ৮৫২ জনের ইসলাম গ্রহণ
সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত পরীক্ষাগারের লিস্ট বিমান ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ব্যাপারে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।
আরও দেখুনঃ প্রবাসীদের পক্ষে কঠোর হুঙ্কার দিলেন ভিপি নুর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post