মঙ্গলবার রুশ গণমাধ্যম জানায়, ১৬৭ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান। বিমানটিতে ০৬ জন ক্রু, ২৩ জন শিশুসহ ১৬৭ জন সদস্য ছিলেন। বিমানটি কৃষ্ণ সাগরের সোচি রিসোর্ট থেকে যাত্রা করেছিল এবং সাইবেরিয়ার ওমস্ক শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।
পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে জরুরি অবতরণের পর সমস্ত যাত্রীদের নিকটতম গ্রামে রাখা হয়েছে। বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি অবতরণ করা হয়েছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।
বিমানটি ইউরাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ-৩২০ ছিল। বিমানটি সোচি থেকে ওমস্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিমানটি যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। বিমানের ক্রুরা সমস্যাটি চিহ্নিত করে এবং নিরাপদভাবে বিমানটি অবতরণ করতে সক্ষম হয়।
বিমানটিতে কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হয়নি বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post