এসেছিলেন জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য। কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল রবিবার রাতে। কিন্তু বিমানে গলযোগ দেখা দেওয়ার কারণে যেতে পারেননি। সোমবারেও তিনি রয়ে গিয়েছেন ভারতেই।
জানা গিয়েছে কানাডার প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার জন্য সে দেশ থেকে আসছে বিকল্প বিমান। ট্রুডোর কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তারা কানাডিয়ান প্রতিনিধিদলকে দ্রুত দেশে ফেরানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সোমবার রাতেই বিকল্প বিমানের দিল্লিতে পৌঁছনোর কথা ছিল, তবে কোনও কারণে সেই সময় পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার বিকেলে তিনি রওনা দেবেন বলেই জানা গিয়েছে।
রবিবার বিমান গোলযোগের পর কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি জারি করে জানিয়েছিল, বিমান বন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরেই তাঁরা জানতে পারেন বিমানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছে। কানাডিয়ান সশস্ত্র বাহিনী সতর্ক করে জানায় হয়, ট্রুডোর বিশেষ বিমানে CFC001 যান্ত্রিক গোলযোগ। যে সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। সেই কারণেই এর বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা ভারতেই থাকবেন।
আপনার মন্তব্য: