বিমানে টিকিট পাওয়া যায় না, কিন্তু বিমান খালি যায় বলে অভিযোগ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ পুনর্বহাল ও সংশোধন’ বিলটি পাস হয়। এটিতে ভূতাপেক্ষভাবে ২০০৭ সালের ১১ জুলাই থেকে কার্যকর হবে বলে বিলে বলা হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে তোলেন মাহবুব আলী। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলটি পাসের সময় আলোচনাকালে শামীম হায়দার পাটোয়ারী বলেন, বিমান বন্দরে মিষ্টি খেতে টাকা চাওয়ার অভিযোগ আসছে। একজন নারী ফেসবুকে লিখেছেন, প্রধান গেট থেকে শুরু করে বিমানে ঢোকা পর্যন্ত..। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মিষ্টি খাবো, মামা মিষ্টি খাওয়ার টাকা দেন। মিষ্টি খাওয়ার টাকা দিতে দিতে ছোট বাচ্চাকে নিয়ে বিমানে উঠেছেন। এরকম নজির ঘটেছে। এটাতো হতে পারে না। একটা বিমানবন্দর জাতির ভাবমূর্তি তৈরি করবে। বাংলাদেশ বিমান দেশের ইমেজ। বিশ্বের ৮০ লাখ বাংলাদেশি আছে। তারা বিমানকে প্রথম পছন্দ হিসবে দেখতে চায়, টিকিটের দাম অনেক বেশি, হয় টিকিট পাওয়া যায় না, সিট পাওয়া যায় না। কিন্তু বিমান খালি যায়, ফেরত আসার অনেকক্ষেত্রে লস খায়।
বিমানের অনিয়ম, অভিযোগ নিয়ে বলে শেষ করা যাবে না উল্লেখ করে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, মন্ত্রী সজ্জন ব্যক্তি। আমি মনে করেছিলাম, তিনি বিমানের ভালো ইমেজ নিয়ে আসবেন। কোনো সরকারের সময় বিমানকে ভালো অবস্থান দেখিনি।
বাংলাদেশের অনেকেই যুক্তরাজ্য প্রবাসী উল্লেখ করে তিনি বলেন, প্রবাসে আমাদের অনেক ছেলে-মেয়ে আছে। তারা দেশে আসতে চায় না। অনিয়ম-বৈষম্যের কারণে দেশে আসতে চায় না। এর মধ্যে রিটার্ন টিকিটসহ ঢাকা-ম্যানচেস্টার বিমান ভাড়া সর্বনিম্ন ১ লাখ ২৪ হাজার ৩৫২ টাকা এবং সর্বোচ্চ ২ লাখ ১৪ হাজার ৯৯ টাকা। অন্যদিকে, একপথের ভাড়া ১ লাখ ৯০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ৮০ হাজার টাকা। সিলেট-লন্ডনের ভাড়া সর্বনিম্ন ১ লাখ ৩৭ হাজার ২১০ টাকা এবং সর্বোচ্চ ২ লাখ ৮২ হাজার। তাদের ছুটির সময়ে যে বৈষম্য করা হয়, প্রকৃতপক্ষে তাদের বাংলাদেশকে আসতে অনুৎসাহী করা হয়।
বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, এক সময় ছিল বিমানের টিকিট পাওয়া যেত না। এখন সে অবস্থা নেই। এখন অনলাইনে টিকিট বিক্রি করা হয়। বিমান এখন লাভে চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post