বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশে আসার পর তাদের সম্পত্তি ভোগ দখলে বাধা দেয়া এবং গ্রাস করার প্রক্রিয়াসহ হয়রানি ও মিথ্যা মামলা দেয়ার যে প্রবণতা দেখা যায়। এর থেকে স্বল্পসময়ে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা (এইচআরপিবি) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সোমবার পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এইচআরপিবি ইউকে শাখার সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মনজিল মোরসেদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীরা বৈদেশিক মুদ্রা পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের বাংলাদেশে নিরাপত্তা ও সম্পত্তির অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার পর তাদের মালিকানার সম্পত্তি ভোগ দখলে বাধা দেয়া এবং গ্রাস করার প্রক্রিয়াসহ হয়রানি ও মিথ্যা মামলা দেয়ার যে প্রবণতা দেখা যায়, তা থেকে স্বল্পসময়ে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা প্রয়োজন। ট্রাইব্যুনাল জেলা জজ পদমর্যাদার জজ দিয়ে পরিচালনা করা যায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্পিকার আহবাব হুসাইন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, মো: আবুল হোসাইন, মনিরুজ্জামান, ফারুক মিয়া, আজিজ চৌধুরী প্রমুখ।
সভায় রহমত আলীকে সভাপতি ও আয়াছ মিয়াকে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট এইচআরপিবি ইউকে শাখার কমিটি গঠন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post