আজকের ডিজিটাল যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে আট থেকে আশি সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ভারতীয় মার্কেটে একাধিক কোম্পানি প্রায় রোজ নতুন নতুন ফোন লঞ্চ করে। প্রিমিয়াম রেঞ্জে অ্যাপল ফোনের জুড়ি মেলা ভার।
এই অ্যাপেল আইফোনের ক্যামেরা পছন্দ হয় প্রায় সকলের। তবে এবার এই প্রিমিয়াম রেঞ্জের ফোনকে টক্কর দিতে এসেছে Oneplus কোম্পানির একটি ফোন। কি ফোন ও কি স্পেসিফিকেশন রয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Oneplus কোম্পানির একটি ফোন বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভারতীয় মার্কেটে। এতে রয়েছে অত্যাধুনিক স্পেসিফিকেশান ও শক্তিশালী প্রসেসর। এই নতুন ফোনটি হল Oneplus Nord CE 3 Lite 5G। ফটোগ্রাফি উৎসাহীদের জন্য এই ফোন পারফেক্ট অপশন হতে চলেছে।
এই স্মার্টফোনে একটি ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে আপনি ১০৮০×২৪০০ পিক্সেলের রেজোলিউশন দেখতে পাবেন। এছাড়া এতে রয়েছে শক্তিশালী Snapdragon 695 SoC চিপসেট। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post