রাজধানীতে যাত্রীর স্বর্ণ চুরি করে তার কিছু স্ত্রীকে উপহার দেন রিকশাচালক মানিক মোল্যা ওরফে প্রকাশ মানিক (৪০)। স্ত্রীর কথায় শাশুড়িকে উপহার দিতে বাকি স্বর্ণ নিয়ে শ্বশুরবাড়ি মাগুরায় চলে যান তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মানিক। সেই সঙ্গে এই কাজে সহযোগিতার জন্য তার ভাই ইবাদত মোল্যাকেও (৩৬) গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে মাগুরা সদরের নাডিখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
ওসি জানান, ৩০ আগস্ট রিকশায় যাত্রী নিয়ে কল্যাণপুর বাসস্ট্যান্ড যাচ্ছিলেন মানিক। নামার সময় একটি লাগেজ ভুলে রিকশায় রেখে যান ওই যাত্রী। মানিক লাগেজ নিয়ে পালিয়ে যান। ইবাদতকেও কিছু স্বর্ণ দেন তিনি। ধরা পড়ার ভয়ে দুজনই মোবাইল এবং সিমও পাল্টে ফেলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post