জীবিকার তাগিদে ছেলে ২৫ বছর যাবৎ সৌদি প্রবাসী। তার আয়ে স্বচ্ছলতা এসেছে পরিবারে। উপকৃত হয়েছেন আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। মা তফুরা বেগমের ইচ্ছে ছেলে মো. আলম বকাউল হেলিকপ্টারে করে গ্রামে বাড়িতে ফিরবেন। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মা-বাবাসহ প্রবাসী আলম হেলিকপ্টারটি মুকুন্দসার গ্রামের চাঁনখার ভিটায় অবতরণ করে। এতে বেজায় খুশি তার মা ও গ্রামবাসী।
সৌদি আরবের তাবুক প্রদেশের বাসিন্দা মো. আলম বকাউল সেখানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মুকুন্দসার গ্রামের বাসিন্দা তার বাবা মো. আব্দুর রহিম বকাউল এক সময় চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাদী জানান, মো. আব্দুর রহিম বকাউল ও তফুরা বেগম দম্পতির সেঝো ছেলে মো. আলম বকাউল। মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে বাড়ির পাশের মাঠে নামবে ছেলে। গ্রামের মানুষ কখনো হেলিকপ্টার কীভাবে মাটি ছোঁয় দেখেননি। মায়ের সেই ইচ্ছা পূরণ করেছেন আলম বকাউল।
ইউপি চেয়ারম্যান জানান, গত ২৫ বছর যাবৎ সৌদিআরবে রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকবার দেশে এসেছেন। এবার তিনি তিন বছর পর দেশে এলেন। নিজের প্রতিক্রিয়ায় প্রবাসী মো. আলম বকাউল জানান, মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছে। তাতেই ভালো লাগছে। মা খুশি, এলাকার মানুষ খুশি, আমিও খুশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post