পবিত্র কুরআন মাত্র সাত মাসেই মুখস্থ করে হাফেজ হয়েছে ১১ বছরের মাহিদুর রহমান। মাহিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী। কুরআনে হাফেজ সম্পন্নকারী মাহিদুর রহমান জেলার গোমস্তাপুর উপজেলার বিসিক্ষত্র গ্রামের আনিসুর রহমানের ছেলে।
নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুর রহমান বলেন, গত বছরে মাহিদুর আমাদের মাদ্রাসায় ভর্তি হন। মাহিদুর আমাদের আন্তরিকতায় একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠে। আল্লাহতায়ালার অশেষ মেহেরবানিতে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে মাহিদুর।
নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদ্রাসার দাতা সদস্য আনসার আলী জানান, মাহিদুর সাত মাসে কুরআনে হাফেজ হয়েছে এটি আমাদের সবার গর্ব। শুক্রবার দুপুরে সাত শিক্ষার্থীকে পবিত্র কুরআন দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post