দিনের শুরুতে বিড়ম্বনাতে পড়তে হয় ফ্রান্সের প্যারিস শহরের দক্ষিণপূর্ব এলাকার বাসিন্দাদের। সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সবাইকে বলা হয়েছে ঘর থেকে বের না হতে। কারণ একটাই, বাংলাদেশের মানুষের ঘুম হারাম করে দেওয়া এডিস মশা এবার হানা দিয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও।
এডিস মশার আরেক নাম টাইগার মশা। এশিয়ার বিভিন্ন দেশে এ মশা দেখা যায়। এডিসের কারণে ডেঙ্গু রোগ হয়ে থাকে। এবার এই মশাই দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। এ থেকে বাঁচতে রাস্তার আশপাশে কীটনাশক দিয়েছেন প্যারিসের সরকারি কর্মকর্তারা।
সংবাদমাধ্যম ফ্রান্স২৪ বলছে, ট্রপিক্যাল শহরগুলোতে এমন মশা মারার দৃশ্য কমন। কিন্তু এ বছর ইউরোপেও বেড়েছে মশা। এ মশার কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস হানা দিনে পারে। এ কারণে মশা মারার কার্যক্রম শুরু হয়েছে।
এ ব্যাপারে প্যারিসের ডেপুটি মেয়র আন্নে সুউরিস বলেন, এই প্রথম প্যারিসে এভাবে কীটনাশক দেওয়া হচ্ছে। তবে ফ্রান্সে এর আগেও এমন ঘটনা ঘটেছে। কয়েক বছর ধরেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মশা বেড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post