উমরাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদাত; যার অর্থ কোনো স্থানের যিয়ারত করা। ইসলামী শরী‘আতের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বছরের যে কোনো সময় মসজিদুল হারামে গমন করে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড সম্পাদন করাকে উমরাহ বলা হয়। আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘উমরাহ; এক উমরাহ থেকে পরবর্তী উমরাহর মধ্যবর্তী সময়ে যা কিছু পাপ (সগীরা) কাজ ঘটবে তার জন্য কাফফারা (প্রায়শ্চিত্ত করে)’’। [সহীহ বুখারী, হাদীস নং ১৬৫০]
আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘নিশ্চয় রমযান মাসের উমরাহ একটি হজের সমান’’। [মিশকাত, হাদীস নং ২৫০৯] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘রমযান মাসে উমরাহ পালন করা -আমার সাথে হজ করার ন্যায়’’। [সহীহ বুখারী, হাদীস নং ১৮৬৩; সহীহ মুসলিম, হাদীস নং ২৫৬ ও ৩০৩৯]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনদশায় ৪ বার উমরাহ করেছেন। [মিশকাত, হাদীস নং ২৫১৮] মসজিদুল হারামে প্রবেশ করা থেকে শুরু করে তাওয়াফ, সা‘ঈ ও হালাল হয়ে উমরাহ সম্পন্ন করতে ২-৩ ঘন্টা সময় লাগে মাত্র। গত দেড় মাসে সৌদি আরবে বিদেশি ওমরাহযাত্রীর সংখ্যা উল্লেখ্যযোগ্য বেড়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী ড. আবদেলফাত্তাহ মাশাত এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বাইরে থেকে আসা ওমরাহযাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেসব দেশ থেকে তীর্থযাত্রীদের সংখ্যা প্রশংসনীয়ভাবে বেড়েছে সেগুলো হচ্ছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, ইরাক, ইয়েমেন এবং বাংলাদেশ। এ সময়ের মধ্যে বিশ্বের অন্যান্য দেশ থেকে তীর্থযাত্রীদের সংখ্যাও বেড়েছে। __আবদেলফাত্তাহ মাশাত
মক্কার গ্র্যান্ড মসজিদে তীর্থযাত্রী এবং মসজিদে নববীতে দর্শনার্থী ও মুসল্লিদের ঢল ইঙ্গিত দেয় যে, বর্তমান মৌসুমে ওমরাহযাত্রীদের সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়েছে। যা আগের সব মৌসুমকে ছাড়িয়ে গেছে।
ওমরাহ যাত্রী বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রীবলেন, ভিসা পদ্ধতি সহজ করায় সৌদিতে বিদেশি মুসল্লিদের সংখ্যা বেড়েছে। তাদের জন্য চালু হওয়া নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অনলাইনে পেয়ে যাচ্ছেন ভিসা। সেই সঙ্গে ওমরাহ পরিষেবা পরিচালনাকারী সংস্থার সংখ্যা বৃদ্ধি এবং বিশেষায়িত ব্যক্তিদের আতিথেয়তার আওতা বাড়ায় অনেকেই সৌদিতে আসতে আগ্রহী হচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post