মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের ভিডিও ফেসবুকে শেয়ার করার অভিযোগে উপজেলা যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম জাকির হোসেন। তিনি উপজেলার জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি। গত ২৮ আগস্ট তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট উপজেলার জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন ফেসবুকে সাঈদীর একটি ওয়াজের ভিডিও শেয়ার করেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিমসহ একাধিক নেতাকর্মী বিতর্কিত ব্যক্তির ভিডিও শেয়ার করায় প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন। এ পর্যায়ে নেতাকর্মীদের প্রতিবাদের মুখে জাকির ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দেন।
মঞ্জুরুল করিম বলেন, ‘জাকির হোসেনের শেয়ার করা ভিডিওটির মন্তব্যে আমিসহ একাধিক নেতাকর্মী তীব্র প্রতিবাদ জানালে তিনি পোস্টটি ডিলিট করে দেন। গত ২৭ আগস্ট জাকির আমাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আমি নাকি তার মোবাইল ফোন নিয়ে ফেসবুকে সাঈদীর ভিডিওটি শেয়ার করেছি !’
এ ব্যাপারে জাকির অভিযোগ করে বলেন, ‘আমি পারিবারিকভাবে আওয়ামী লীগ করি। আমরা দুজন একসঙ্গে চলাফেরা করি, আমাকে ফাঁসানোর জন্য মঞ্জুরুল করিম আমার মোবাইল ফোন নিয়ে সাঈদীর ওয়াজের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন। পরে বিষয়টি বুঝতে পেয়ে ডিলিট করে দিয়েছি।’ সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post