প্রবাসী রুবেল মাহমুদ, ঢাকা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে সৌদি আরব থেকে আসা এই প্রবাসীকে অস্ত্রের মুখ তুলে নিয়ে স্বর্ণালঙ্কার, টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী ব্যাংক কর্মকর্তা কানিজ সুপ্তা জানান, তার স্বামী রুবেল মাহমুদ সৌদি আরব থেকে বিমানবন্দরে নেমে একটি ট্যাক্সিক্যাব নিয়ে সাভারের ব্যাংক টাউনে আসছিলেন। পথে হঠাৎ চালক অসুস্থতার ভান করেন। পরে তিনি অপর একটি অটোরিকশায় তুলে দেন। মধুমতি মডেল টাউনের সামনে ডিবি পুলিশ পরিচয়ে ছয়জন তার গাড়ির গতি রোধ করে।
এ সময় তার স্বামীর হাত-পা বেঁধে লাগেজসহ অপর একটি মাইক্রাবাসে তুলে নেয়। এক পর্যায়ে সড়কের নির্জন স্থানে তাকে ফেলে দিয়ে সঙ্গে আনা একটি স্বর্ণের বার, পাসপোর্ট, ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন, সৌদি মুদ্রাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সিসি ক্যামেরা পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post