সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এই প্রদেশের যাত্রীদের জন্যে অন্য বিমানবন্দর গুলোর দূরত্ব এবং পরিবহন খরচও অনেক। তাই ফুজিরাতে বিমানবন্দর চালু হওয়াতে যেন অনেকেই ফিরে পেয়েছেন স্বস্তির নিশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন, এখান থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করা গেলে আরো কম সময়ে দেশে পৌছানো সম্ভব। তাই এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সুদৃষ্টি চাইছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রবাসীরা।
সম্প্রতি চালু হওয়া ফুজিরা বিমানবন্দর থেকে মাস্কাট হয়ে চট্টগ্রাম আসছে ওমানের সালাম এয়ার। আর এতে অন্য এয়ারের থেকে প্রায় পঞ্চাশ শতাংশ কম দামে মিলছে সালাম এয়ারের টিকেট। তবে প্রবাসীদের বক্তব্য, ট্রানজিট হয়ে সরাসরি ফ্লাইট সুবিধা থাকলে মাস্কাট এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে না। টিকেটের দাম এবং পরিবহন খরচ সাশ্রয়ী হওয়াতে এয়ারপোর্টটি ধীরে ধীরে প্রবাসীদের পছন্দের তালিকাতে জায়গা করে নিচ্ছে।
ফুজিরা বিমানবন্দর চালু হলেও বাংলাদেশ বিমানের কোন ফ্লাইট চালু হয়নি। অথচ ফুজিরা এবং এর আশেপাশের প্রদেশগুলোতে প্রায় ৭০ হাজার বাংলাদেশি রয়েছেন। তাই সরাসরি ফ্লাইট চালুর জন্যে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতারা।
সংশ্লিষ্টরা বলছে, এই এয়ারপোর্টে ভারতের পর বেশিরভাগ যাত্রীই বাংলাদেশের। তাই দ্রুত এই রুটে বাংলাদেশে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করা গেলে যেমনিভাবে দ্রুত সময়ে দেশে পৌঁছাতে পারবেন প্রবাসীরা, তেমনিভাবে লাভবান হবে দেশের পতাকাবাহী বিমানও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post