প্রবাসীদের দেশ থেকে বের করতে নতুন হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। তারা জানিয়েছে, যদি কোনো প্রবাসী দেশটির অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা করেন তাহলে ওই প্রবাসীকে সঙ্গে সঙ্গে কুয়েত থেকে বের করে দেওয়া হবে। অপরদিকে যদি কোনো কুয়েতি নাগরিক অবৈধ অভিবাসীদের সহায়তা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষা বিভাগের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, নতুন করে দু’টি অব্যবহৃত স্কুলকে ডিটেনসন সেন্টারে রূপান্তর করা হবে। যেখানে এসব আইন ভঙ্গকারীদের আটকে রাখা হবে। এতে পুলিশের হাজত ও নির্বাসন কেন্দ্রগুলোর ওপর থেকেও চাপ কমবে।
কুয়েতে অবৈধ অভিবাসীদের মূলত জিব আল সুয়োখ, খাইতান, আমঘাড়া, আল মাজরা এবং আল জাওয়াখিরে আশ্রয় নিতে দেখা যায়। ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উপপ্রধানমন্ত্রী শেখ তালাল নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post