৩ মাসের ছুটি শেষ হওয়ার আগেই জীবন থেকে ছুটি নিয়ে নিলেন মো. ইব্রাহিমের। আর ১৫ দিন পরেই ছুটি শেষে দুবাই ফিরে যাওয়ার কথা ছিল এ প্রবাসীর। তার স্ত্রী ও ৫ বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভোলা-চরফ্যাশন মহাসড়কের লেবুকাটা (কুঞ্জেরহাট) রাস্তার মাথা এলাকায় কাভার্ডভ্যানচাপায় গুরুতর আহত হন ইব্রাহিম। তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ১নং ওয়ার্ডের ফরাজি বাড়ির মো. রফিজল ফরাজির মেজো ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রবাসী মোটরসাইকেল নিয়ে কুঞ্জেরহাট বাজারে যাচ্ছিলেন। সেই সময় চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রবাসীর শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার হেলপার কাউকে পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post