রবিবার (২৭) আগস্ট যশোরের চৌগাছায় আলী রেজা নামেে এক মালয়েশিয়া প্রবাসীর হয়ে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) হিসাব বিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে থেকে সুমন হোসেন (১৯) নামে যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ৩ ধারায় চৌগাছা থানায় মামলা করেছেন চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব রফিকুল ইসলাম কবীর। আলী রেজা চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজের কারিগরি শাখার পরীক্ষার্থী ও মালেশিয়া প্রবাসী। গ্রেপ্তার সুমন আগেই এইচএসসি পাস করেছেন। বর্তমানে পেশায় তিনি রাজমিস্ত্রি। তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের বড়কাবিলপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, গতকাল পরীক্ষা শুরুর পর একজন প্রবাসীর হয়ে অন্য একজন প্রক্সি দিচ্ছে বলে খবর আসে। এর পরপরই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে প্রবেশপত্রের সঙ্গে মিলিয়ে দেখতে বলা হয়। এতে ধরা পড়ে একজন প্রবাসীর হয়ে সুমন নামে অন্যজন পরীক্ষা দিতে এসেছেন। পরে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া আটক ব্যক্তির বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ৩ ধারায় থানায় নিয়মিত মামলা করার জন্য। ইউএনও আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, তাকে তরিকুল ইসলাম পৌর কলেজের বিএম শাখার শিক্ষক মোস্তাফিজুর রহমান ভাড়া করে এনেছিল।
কেন্দ্র সচিব রফিকুল ইসলাম কবীর বলেন, সকালে পরীক্ষা শুরুর পর গ্রেপ্তারকৃতকেও খাতা দেওয়া হয়। পরে প্রবেশপত্র যাচাই করলে ছবির সঙ্গে গ্রেপ্তারকৃতের চেহারা মেলেনি। পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেন আলী রেজা নামে অন্য একজনের হয়ে তিনি পরীক্ষা দিতে এসেছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তরিকুল ইসলাম কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান তাকে আলী রেজার হয়ে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন।
তিনি বলেন, ইএনওর নির্দেশ মোতাবেক এ বিষয়ে থানায় মামলা করেছি।
তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল ইসলাম লিটু বলেন, এর দায় সম্পূর্ণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের। আমি শুনেছি পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর ওই ছেলেটি পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করে। অথচ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর আর কেউ কেন্দ্রে প্রবেশ করার কথা নয়। তরিকুল ইসলাম পৌর কলেজের এক শিক্ষক ১৪৪ ধারা ভঙ্গ করে কেন্দ্রে থাকার বিষয়ে তিনি বলেন, এটার দায়ও কেন্দ্র সংশ্লিষ্টদের। ওই শিক্ষক কেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত কেউ যেমন নন, তেমনি কক্ষ পরিদর্শকও নয়। তাহলে ১৪৪ ধারা ভঙ্গ করে কিভাবে তিনি কেন্দ্রে প্রবেশ করেন?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post