ওমানের সালালায় চলমান বিশ্বকাপ বাছাই ও এশিয়া কাপ ফাইভ এ সাইড হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল একের পর এক বিজয় ছিনিয়ে আনছে। শুক্রবার রাতে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারানোর পর শনিবার সকালে ইরানকে হারিয়েছে ৯-৩ গোলে। বাংলাদেশের নারী হকি দলের এবারই ফাইভ এ সাইড আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ। যার তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেলো বাংলাদেশ।
ইরানের বিপক্ষে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল। শুরুর কয়েক মিনিট প্রতিদ্বন্দ্বিতা করলেও সময়ের সাথে সাথে ম্যাচ থেকে ছিটকে যায় ইরান। বল পজেশন, আক্রমণ সব দিক থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ। ফিল্ড, পেনাল্টি স্ট্রোক সব মাধ্যমেই বাংলাদেশ গোল আদায় করে।
এশিয়ান হকি ফেডারেশনের তাদের ইউটিউবে খেলাটি প্রচার করেছে। ম্যাচ জুড়ে স্কোরলাইন বিভ্রান্তি ছড়িয়েছে। বাংলাদেশ কিছুক্ষণ পর পর গোল করলেও ইরানের দিকেই স্কোর বাড়ছিল। ফলে ইউটিউবে খেলা অনুসরণ করে হকিপ্রেমীরা খানিকটা বিভ্রান্তেই ছিলেন।
বাংলাদেশ নারী হকি দল সবশেষ আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে চার বছর আগে। সিঙ্গাপুরে এএইচএফের একটি টুর্নামেন্ট ছিল সেটি। এর পর গত কয়েক বছর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নারী দলের আর অংশগ্রহণ ছিল না। হকি ফেডারেশনের এবারের উদ্যোগ দেশকে ফের আন্তর্জাতিক অঙ্গনে ফিরিয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post