বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি সিগারেট কোম্পানির অফিসে ঢুকে ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট নিয়ে যায় ডাকাত দল। এসব সিগারেটের আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা। ডাকাতির সময় ওই অফিসের নিরাপত্তা কর্মীকে বেঁধে রাখা হয়। পরে এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া অধিকাংশ সিগারেট ও একটি ট্রাক উদ্ধার করা হয়।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গেলো ১৩ আগস্ট রাত ১০টার দিকে ৯-১০ জনের একটি ডাকাত দল এয়ারপোর্ট থানা এলাকার জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে আক্রমণ করে। এসময় দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে হাত, পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখায় তারা। বিপুল পরিমাণ সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় জেটিআই ওয়্যার হাউস ইনচার্জ মো. শফিকুল কাদের বাদী হয়ে অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।
ওই মামলার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা পুলিশ লুণ্ঠিত অধিকাংশ সিগারেট, ব্যবহৃত একটি ট্রাক এবং তিন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post