কুয়েতে পাশ হতে যাচ্ছে নতুন আইন, যে আইন পাশ হলে কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয়কে। কুয়েত সরকারের প্রস্তাবিত প্রবাসী বিল পাস হলে তখন কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয় নাগরিকের বলে জানাগেছে। এ বিলে বলা হয়েছে, দেশটির জনসংখ্যার ১৫ শতাংশের বেশি কোনো দেশের নাগরিক দেশটিতে প্রবাসী হিসেবে কর্মরত থাকতে পারবেন না। বিলটি কুয়েতের সংসদে পাশ হওয়ার অপেক্ষায়। তা পাস হলে অন্তত ৮ লাখ ভারতীয়কে ছাড়তে হবে দেশটি। খবর কুয়েত টাইমসের।
কুয়েতে ভারতীয় নাগরিক রয়েছে ১০ লাখ ৪৫ হাজার। কুয়েত সংসদের আইন ও আইনসভা কমিটি বলছে উত্থাপিত বিলটির খসড়া সাংবিধানিক। এখন বিলটি নিয়ে একটি বিস্তৃত পরিকল্পনা করতে তা পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট কমিটিতে।
আরও পড়ুনঃ রেমিট্যান্সের রেকর্ড কি প্রবাসীদের ঘরে ফেরার আয়োজন…?
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বহু ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। কোভিড পরিস্থিতি ছাড়াও প্রবাসীদের বিভিন্ন ফি ও বিল বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভারতীয়দের মত অন্যান্য দেশের নাগরিকও নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে প্রায় ১৬ হাজার ভারতীয় নাগরিক দেশে ফেরত গেছেন এবং আরও অসংখ্য ভারতীয় নাগরিক দেশে ফেরার অপেক্ষায়।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post