কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীর মুখে পানি ছুড়ে মেরেছে সে দেশেরই এক সংসদ সদস্য। সম্প্রতি এমন ঘটনার খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ওপর বোতলের পানি ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক সংসদ সদস্য। এরপর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে হাতাহাতি পর্যন্ত গড়ায়। সিএনএনের এক প্রতিবেদনে পাওয়া যায় এ তথ্য।
প্রধানমন্ত্রী আলবিন কুর্তি বৃহস্পতিবার কসোভোর উত্তরাঞ্চলে সার্ব জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা প্রশমনে সরকারের পদক্ষেপ নিয়ে ভাষণ দিচ্ছিলেন। ওই সময় বিরোধী দলের একজন সংসদ সদস্য বোতল থেকে পানি ছুড়ে মারেন প্রধানমন্ত্রীর দিকে এবং সঙ্গে সঙ্গেই শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি।
প্রতিবেদনে বলা হয়, দুপক্ষের ৫০ জনের মতো এই মারামারিতে জড়ান। প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় এবং নারী সংসদ সদস্যসহ বেশকয়েকজন দু’পক্ষকে থামানোর চেষ্টা করেন। তাতেও কাজ না হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রধানমন্ত্রী কুর্তি গত বুধবার (১২ জুলাই) কসোভোর উত্তরাঞ্চলে সার্ব অধ্যুষিত এলাকায় চারটি পৌর ভবনের বাইরে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাদের সংখ্যা কমানোর ঘোষণা দেন। বিরোধী দল এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপরই বৃহস্পতিবার (১৩ জুলাই) পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রীর দিকে পানির বোতল ছুড়ে মারেন ডেমোক্রেটিক পার্টি অব কসোভোর এক সদস্য।
এর আগে ২০২০ সালের ৪ই মার্চ তুরস্কে একই রকম ঘটনা ঘটে। দেশটির বিরোধী দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র সংসদ সদস্য এনজিন অজগোকের এক বক্তব্যের জের ধরে ওই মারামারির ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া এক ভিডিও তে দেখা যায়, কয়েক ডজন পার্লামেন্ট সদস্য তাতে যোগ দিয়েছেন। কেউ কেউ ডেস্কের ওপর উঠে বিরোধী পক্ষকে কিল-ঘুষি মারছেন। অনেকে আবার মারামারি থামানোরও চেষ্টা করছেন। এমনকি সংঘর্ষে কয়েকজন সংসদ সদস্যকে মাটিতেও পড়ে যেতে দেখা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post