পর্তুগালে এক সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। কাজ শেষে কোম্পানির গাড়িতে করে বাসায় ফেরার পথে তারা এই দুর্ঘটনার কবলে পড়েন। এতে আহত হয়েছেন ৩ জন পর্তুগিজ নাগরিকও।
গত শনিবার রাতে দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে এ ঘটনা ঘটে। সুত্রমতে, সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। বাংলাদেশি কর্মী শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১) ঘটনাস্থলেই মারা যান।
১ পর্তুগিজ নাগরিককে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিসবনে পাঠানো হয়েছে। আহত অন্য ২ পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত বাংলাদেশি শাহিনুর রহমানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড গ্রামে এবং ইব্রাহিম আখন্দ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।
তারা দুজনেই ওই শহরের পর্তুগিজ মালিকাধীন ওয়ার্কশপের কর্মী ছিলেন। মাত্র ৪ দিন আগে তারা নতুন এ প্রতিষ্ঠানে যোগ দেয়।
সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে দুই বাংলাদেশির মরদেহ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতারা মরদেহ দেশে পাঠানোর বিষয়ে যোগাযোগ করে যাচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post