ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে যান তাহসিন সামির বাবা। তখন সামির বয়স ছিল মাত্র ২ বছর। ছোটবেলাকার স্মৃতির কিছুই হয়তো মনে নেই তার। আজ ৭ বছর পর প্রবাসী বাবাকে সামনা-সামনি দেখেও অঝোরে কাঁদছে সে। কারণ বাবার সঙ্গে এই দেখাই তার শেষ দেখা। তার বাবা দেশে ফিরেছেন লাশ হয়ে ।
প্রবাসী সাহাব উদ্দিন (৪৩) বাহরাইনে স্ট্রোক করে মারা যান। শনিবার (৮ জুলাই) বিকেলে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এরপর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাহাব উদ্দিনের মরদেহ এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার শত শত মানুষ ভিড় করেন।
মৃত সাহাব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দীনেশগঞ্জ গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
সাহাবের ভাই বাহার উদ্দিন বলেন, আমার ভাতিজা সামির এতিম হয়ে গেছে। সে তার বাবাকে দেখেনি। এত বছর পর বাবার মরদেহ দেখে তার কান্নায় চারপাশ ভারি হয়ে উঠেছে। তার কান্না দেখে সবাই কান্না করেছে। মাঝে সে এতটা স্তব্ধ হয়ে ছিল যে আমরা ভয় পেয়েছিলাম। আসলে বাবাকে হারানোর বেদনা সে সইতে পারছে না।
সাহাব উদ্দিনের আরেক ভাই সেলিম হোসেন জানান, সামির মাদরাসায় নাজরা বিভাগে পড়ে। তার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় এতদিন সে বাবার আদর পায়নি। সামির প্রায় বলতো বাবা কবে বাড়িতে আসবেন। কিছুদিনের মধ্যে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু শেষ যাত্রায় সামিরের মন ভেঙে গেছে। ছোট মানুষ, বাবা হারানোর শোক সইবার শক্তি তার নেই।
মৃত প্রবাসীর শ্বশুর সোলাইমান মিয়া বলেন, আমার মেয়ের জামাই আসলেই সরল মনের মানুষ ছিলেন। তার মানসিকতা অনেক ভালো ছিল। আল্লাহ ভালো মানুষদের দ্রুত নিয়ে যান। আমার মেয়ে ও নাতনি বারবার মূর্ছা যাচ্ছে। নাতি সামিরের কান্নায় চারপাশ ভারি হয়ে উঠছে।
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ গণমাধ্যমকে বলেন, গত ৬ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নিজ বাসায় সাহাব উদ্দিন স্ট্রোক করার পরে তিনি নিজেই হেঁটে সেখানকার সালমানিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ভাগ্য পরিবর্তনের আশায় এবং পরিবারের মুখে হাসি ফোটাতে ২০১৬ সালে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন তিনি। সাহাব স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post