তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওমানে গ্রীষ্মের পদচারণা শুরু হয়ে গেছে। দেশটিতে দীর্ঘসময় নিয়ে থাকে গ্রীষ্মকাল। তবে বাংলাদেশের মত ঝড়, তুফান, বৃষ্টি, বন্যা হয়না ওমানে। সেখানে তাপমাত্রা বেড়ে কখনো ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।
রাস্তা ও মরুভুমিতে ইটের ভাটার জলন্ত চুলার মত মনে হয়। তাই শ্রমিকদের জন্য এই গরমকাল বেশ কষ্টদায়ক। ৩১ মে ওমানের আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার ওমানে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
তথ্য অনুযায়ী, বার্ষিক গড় তাপমাত্রা উত্তরে ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসপর্যন্ত। বার্ষিক গড় বৃষ্টিপাত উত্তরে ১৫০ মিমি থেকে ৩০০ মিমি এবং দক্ষিণে ৫০ মিমি থেকে ১৫০ মিমি পর্যন্ত।
এছাড়া ওমানের আবহাওয়ায় ধ্বংসাত্মক গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় এবং তীব্র ঘূর্ণিঝড় রয়েছে যা উত্তর ভারত মহাসাগর এবং আরব সাগর থেকে গত কয়েক দশক ধরে ওমানের দিকে ট্র্যাক করেছে। এই ধরনের ঝড় সাধারণত মে-জুন এবং বর্ষা-পরবর্তী অক্টোবর-নভেম্বর ঘটে।
আল দাখিলিয়াহ প্রদেশের হামরাত আদ দুরু স্টেশন মঙ্গলবার ওমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ওমান আবহাওয়াবিদ হামরাত আদ দুরুর প্রকাশিত তথ্য অনুসারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.৮, ফাহুদ ৪৪.৩, রুস্তাক ৪৪.৩, সুনাইনাহ ৪৪.২, বিদবিদ ৪৩.৯, বুরাইমি ৪৩.৮, মাকশিন ৪৩.৭ এবং আল আমরাত ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
ওমানে গ্রীষ্মকালে তাই শ্রমিক সুরক্ষার দিকে নজর বেশি দেয় সরকার। এজন্য পহেলা জুন থেকে গরম থেকে রক্ষা পেতে শ্রমিকদের জন্য মধ্যাহ্ন বিরতি চালু হয়েছে। এসময় শ্রমিকদের জন্য শীতল জায়গায় পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যাহ্ন বিরতি আইনের অধীনে কর্মীদের দিনের বেলা তিন ঘন্টা কাজের বিরতি না দিলে কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
