বিপদ-আপদ, দুর্যোগ, দুর্ঘটনা বলে-কয়ে আসে না। চলতি সপ্তাহে বিমানের একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এরমধ্যে ওমান এয়ারের আলোচিত ছিলো দুটি দুর্ঘটনা। একটি ওমানের মাস্কাট থেকে চট্টগ্রামের ফ্লাইট এবং অপরটি মাস্কাট থেকে ইরানের শিরাজের ফ্লাইট।
দুটি দুর্ঘটনায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও একজন বাংলাদেশি যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত, গত ৮ মে রাতে মাস্কাট থেকে চট্টগ্রামগামী ওমান এয়ারের ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন, এরপর ফ্লাইটটি পাকিস্তানে জরুরি অবতরণ করানো হয়, কিন্তু বাঁচানো যায়নি উক্ত বাংলাদেশি প্রবাসীকে।
অপরদিকে, গত ১৫ মে ইরানের সিরাজ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ওমান এয়ারের আরেকটি ফ্লাইট। WY 2435 এই ফ্লাইটটি বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। পরবর্তীতে ফ্লাইটের যাত্রীদের জন্য মাস্কাট থেকে আরেকটি ফ্লাইট যায় সেখানে।
১৬ মে এক বিবৃতিতে ওমান এয়ার জানিয়েছে, শিরাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে ক্ষতির সম্মুখীন হয় বোয়িং ৭৩৭ এর ফ্লাইটটি। যাত্রীদের নিরাপদে স্থানে নিয়ে বিমানটি গ্রাউন্ডেড করে রাখা হয়। এতে বেশকিছু ফ্লাইট অবতরণ না করতে পেরে চক্কর দেয় আকাশে। ব্যাহত হয় ফ্লাইট শিডিউল।
আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে উক্ত বিমানবন্দরে এয়ারলাইন্স মেরামতের পর্যাপ্ত সুবিধা নেই, আর তাই বিপাকে পড়ে ওমান এয়ার। এমতাবস্থায় মাস্কাট থেকে আরেকটি বিমান পাঠিয়ে যাত্রীদের মাস্কাট নিয়ে আসা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত বিমান ফিরিয়ে আনার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে ওমান এয়ার কর্তৃপক্ষ।
এদিকে, সপ্তাহ শেষে দেখা যায় প্রায় প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও ঘটছে বিমান দুর্ঘটনা। কখনো মাঝ আকাশে ঝাঁকুনি আবার কখনো রানওয়ে থেকে ছিটকে পড়ছে বিমান। তা থেকে যাত্রীদের মনে সৃষ্ট হচ্ছে আতঙ্ক। প্রায়ই মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন দেশের যাত্রীবাহী বিমান।
সম্প্রতি দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন সিডনি যাওয়ার সময় মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি এর ফলে অনেক যাত্রী আহত হয়েছেন। এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়। এ ঘটনার সময় বিমানটির যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ ছাড়াও বিমানবন্দরটিতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল বিমান উঠানামা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post