প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে পালাক্রমে ধর্ষণের অভিযোগে উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে। শনিবার (১৩ মে) বিকালে আড়াইহাজার থানায় ভুক্তভোগী দুইজনকে আসামি করে মামলা করেছেন।
জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে থাকায় ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। দুই মাস আগে সাতগ্রাম ইউনিয়নের দৈবই গ্রামের মানিকের সঙ্গে বাসে পরিচয় হয়। পরিচয় সূত্রে জানতে পারে সে কাপড়ের ব্যবসা করে।
তার মালিকাধীন ‘সৌদিয়া বোরকা এন্ড হিজাব’ নামে কাপড়ের দোকান রয়েছে। বিদেশে অবস্থানরত স্বামী অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগীর পরিবারে আর্থিক অনটন দেখা দেয়। তখন তিনি কাপড়ের ব্যবসা করার সিদ্ধান্ত নেন।
বুধবার মানিকের দোকানে কাপড় কেনার জন্য গেলে ম্যানেজার গোডাউন থেকে কাপড় দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে কৌশলে দৈবই গ্রামে নিয়ে যায়। সেখানে ব্যবসায়ী মানিক জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে।
এ সময় ধর্ষণের দৃশ্যে মোবাইলে ধারণ করে ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মানিক ও তার ম্যানেজার তাকে পুনরায় পালাক্রমে ধর্ষণ করে। এতে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বিকাল ৩টার দিকে গাড়িতে তুলে দেয়।
এ ঘটনা প্রকাশ করলে মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশ করা হুমকি দেওয়া হয় ভুক্তভোগীকে। শনিবার ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post