ওমানে বিপুল পরিমাণ মাদকসহ দুই প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মাদক ও গাঁজা জব্দ করে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে, মাদকে বিরুদ্ধে গোটা ওমানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের অভিযানের সময় ধোফার প্রদেশ থেকে বিপুল পরিমাণ এই মাদক দ্রব্য সহ দুই এশিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়। এদিকে, পৃথক এক অভিযানে দক্ষিণ আশ শারকিয়া প্রদেশ থেকে একজনকে ১৭ কেজির বেশি মাদক সহ গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে, তিনি কোন দেশের নাগরিক তা যানা যায়নি।
এদিকে ওমানের পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে মাদকের একটি বিশাল চালান জব্দ করা হয়েছে। ২৫ এপ্রিল এক বিবৃতিতে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।
জেদ্দা বন্দর দিয়ে ডালিম ফলের একটি চালানে লুকিয়ে ১২ মিলিয়নের বেশি অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়। এই চালানের সাথে জড়িত থাকার অপরাধে দুই মিশরীয়, একজন সিরিয়ান এবং একজন ইয়েমেনি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
রেকর্ড পরিমাণ এই মাদক জব্দের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাদকের চালান এভাবে বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের মাদকের রাজধানী হয়ে উঠেছে সৌদি আরব। দেশটিতে মাদকের চাহিদা বাড়তে থাকায় সিরিয়া ও লেবাননের চোরাকারবারিদের প্রাথমিক গন্তব্য হয়ে উঠছে দেশটি।
বিশেষজ্ঞরা বলছেন,মাদকের সবচেয়ে বড় এবং আঞ্চলিকভাবে সবচেয়ে লাভজনক গন্তব্যগুলোর একটি হয়ে উঠছে সৌদি আরব এবং দিন দিন এটা আরও বাড়ছে।
আরও দেখুনঃ
আপনার মন্তব্য: