বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন টুইটারে নীল ছাপ ফিরে পেয়ে ইলন মাস্ককে ধন্যবাদ জনান। এ ছাড়াও টুইটার কর্তার জন্য ‘মোহর’ ছবির ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’ গানটি নিজের মতো করে লিখে মেতেছিলেন রসিকতায়।
টুইটারে ‘ব্লু টিক’ বা নীল ছাপ হারিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। অল্প সময়ের মধ্যেই অবশ্য তা ফিরেও পান তিনি। তবে এরই মধ্যে তিনি সাবস্ক্রিপশন বাবদ যে টাকা দিয়ে ফেলেছেন সেটি কি আর ফেরত পাওয়া যাবে? এই বিভ্রান্তি কেন, ফের প্রশ্ন তুললেন অভিনেতা।
গত ২১ এপ্রিল নীল ছাপ হারানোর পর টুইটে অমিতাভ রসিকতা করে লিখেছিলেন, ‘ও টুইটার ভাই! শুনতে পাচ্ছেন? এবার তো টাকা দিয়ে দিয়েছি ওই যে নীল টিকটা হয় না, আমার নামের আগে আবার জুড়ে দিন, তাহলে লোকজন বুঝবে আমিই সেই অমিতাভ বচ্চন হাত তো আগেই জোড় করেছি। এবার কি পা ধরব?
এরপরই অন্যান্য তারকার মতো তিনিও নীল ছাপ ফেরত পেয়ে যান। তখন অমিতাভের মনে হয় টাকাটি মার গেল। সম্প্রতি আরেকটি টুইটে হালকা চালেই অমিতাভ তার উদ্বেগ-উৎকণ্ঠার কথা ব্যক্ত করলেন গোটা বিষয়টি নিয়ে।
হিন্দিতে নিজের বক্তব্য জানালেন তিনি। ইলন মাস্কের উদ্দেশে তিনি লিখলেন, ‘তুমি বলেছিলে, নীল টিকচিহ্ন ফিরে পেতে আমাদের টাকা দিতে হবে। এরই মধ্যে আমি সেটা করেছি।
এখন তুমি বলছ, যাদেরই এক লাখের ওপরে অনুসরণকারী আছে টুইটারে, তাদের টিকচিহ্ন এমনিতেই থাকবে। টুইটারে আমার অনুসরণকারী ৪৮.৪ লাখ।
এদিকে টাকাও তো দিয়েছি। সেটার কী হবে? এখন কী করব?’ অমিভাতের বক্তব্য, অনুসরণকারীর সংখ্যার বিচারে যখন টিকচিহ্ন এমনিই ফিরে পাওয়া গেল, তখন তার কথায়, ‘পয়সা হজম?’ অনেক তারকাই চিহ্নহারা হয়ে পড়েছিলেন টুইটারে।
সম্প্রতি টুইটারের তরফে জানানো হয়, এক লখের বেশি অনুসরণকারী যাদের, তারা ব্লু টিক ফিরে পাবেন এমনিতেই। এই চিহ্ন নিশ্চিত করে দেয়, প্রোফাইলটি সত্যি সত্যি ওই তারকার।
এদিকে, নীল ছাপ ফিরে পেতেই টুইটারের কর্ণধারকে করজোড়ে ধন্যবাদ জানিয়েছিলেন অমিতাভ। টুইটার-কর্তার জন্য ‘মোহর’ ছবির ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’ গানটি নিজের মতো করে লিখে মেতেছিলেন রসিকতায়।
অমিতাভ ইলনকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ বাড়ি হ্যায় মাস্ক।’ তার রসবোধে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। যদিও অমিতাভ নিজেই যে মনঃক্ষুণ্ণ, তা বোঝা গেল তার সাম্প্রতিক টুইটে। বোঝা যায়, নীল ছাপ ফিরে পাওয়ার জন্য গোটা বছরের টাকাই দিয়ে ফেলেছিলেন তিনি।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post